হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগাহ" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম আলী (আ:) বলেছেন:
إِنَّما قَلْبُ الْحَدَثِ كَاْلأَرْضِ الْخالِيَةِ مَهْما أُلْقِىَ فيها مِنْ كُلِّ شَى ءٍ قَبِلَتْهُ
প্রকৃতপক্ষে, একজন যুবকের হৃদয় সেই শূন্য মাটির মতো যেখানে বীজ রোপণ করা হয় তা গ্রহণ করে।
(নাহজুল-বালাগাহ, পত্র ৩১)